সমুদ্র সৈকত দিঘাতে অশনি ঝড় মোকাবেলায় প্রশাসনিক মগড্রিল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা জুড়ে চলছে প্রশাসনের তরফে রেস্কিউ মহড়া। আসন্ন অশনি ঝড় মুকাবেলায় এই মহড়া বলে জানা গিয়েছে। আম্ফান, ইয়াস ঝড়ের অভিজ্ঞতা সঞ্চার করে আগাম এই উদ্যোগ প্রশাসনের। গঠন করা হয়েছে বেশকিছু কুইক রেসপন্স টিম। এই টিমের হাতে তুলে দেওয়া হয়েছে কাঠ কাটার করাত মেশিন,কুঠার, কাতান,কাছি ইত্যাদি। এডিএম এর নেতৃত্বে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নিয়ে দিঘা বর্ডারের কাছে এই মহড়ার সূচনা করা হয়। ঝড়ের সময় আপৎকালীন গাছ পড়লে কিভাবে কাটতে হবে সরাতে হবে, পুরনো বাড়ি থেকে কিভাবে নিচু জায়গা থেকে উঁচু জায়গায় নিয়ে যাওয়া হবে সবই এই মহড়ায় দেখানো হয়েছে। দীঘা ছাড়াও এইদিন তাজপুর মন্দারমনি খেজুরি তে মহড়ার আয়োজন করা হয়।খেজুরীতে উপকূলবর্তী গ্রাম ও এলাকা সমুদ্র বাঁধ নদী বাঁধ পরিদর্শন করেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। বিভিন্ন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।সেগুলো তেও কিভাবে লোকজনদের সরাতে হবে তা প্রদর্শন করা হয় মহরার মাধ্যমে। এই সম্বন্ধে অতিরিক্ত জেলা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বলেন আমরা সব ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি রয়েছি, ইতিমধ্যেই সাধারণ মানুষকে সতর্ক করে দেওয়া হয়েছে, পাশাপাশি বিপর্যয় মোকাবিলার টিম তৈরি করেছে,
অন্যদিকে ঝড়ের অশনি সংকেত পেয়ে শনিবার থেকে রামনগর ১ ব্লক প্রশাসনের উদ্যোগে দীঘা বর্ডার এলাকায় বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে কর্মীদের নিয়ে কোনো প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেলে আপৎকালীন ব্যবস্থায় কি কি করনীয় তার একটি মহড়া অনুষ্ঠিত হল। এই দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল সৌভিক চট্টোপাধ্যায়, বিডিও রামনগর ১ ব্লক বিষ্ণুপদ রায়, দীঘা থানার অফিসার ইনচার্জ বুদ্ধদেব মাল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা। কোন প্রাকৃতিক বিপর্যয় ঘটে গেলে প্রশাসন চূড়ান্তভাবে প্রস্তুত।আগে ভাগেই বিভিন্ন দপ্তর কে সতর্ক করে রাখছে ব্লক প্রশাসন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কাজ হবে বলে জানালেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেনারেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *