সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং :- আবহাওয়া দফতরের সতর্কতার কথা মাথা রেখে তৎপর হলো মৎস্যজীবীরা। সুন্দরবনের বুকে প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ার আগেই তৎপর পুলিশ প্রশাসনও। ঝড়খালি কোস্টাল থানা পক্ষ ওসি প্রদীপ কুমার রায় লাগাতর সচেতনার বার্তা পৌঁছে দিচ্ছেন এলাকার মৎস্যজীবীদের। মৎস্যজীবীদের কে সচেতন করার পাশাপাশি নিরাপদ আশ্রয়ের ফিরে আসার জন্য এবং তাদের মাছ ধরার সরঞ্জাম নিরাপদ আশ্রয় বেঁধে রাখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ প্রশাসনের নির্দেশ পাওয়ার পর তৎপর দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের ঝড়খালির মৎস্যজীবীরা। রবিবার সকাল থেকেই তারা তাদের মাছ ধরার নৌকা নিরাপদ আশ্রয়ে বেঁধে রাখছেন। এর পাশাপাশি তাদের জাল নৌকাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাচ্ছেন।এক কথায় প্রাকৃতিক দুর্যোগের আশাঙ্কায় নিজেদের এবং নিজেদের জীবনজীবিকার সরঞ্জাম বাঁচাতে মরিয়া এলাকার মৎস্যজীবীরা।
সুন্দরবনের ঝড় আছড়ে পড়ার আগে মাছ ধরা নৌকা নিয়ে নিরাপদ আশ্রয়ে মৎস্যজীবীরা।

Leave a Reply