নিজস্ব সংবাদদাতা, মালদা,৯ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা। করোনা আবহে সরকারি বিধি নিষেধ থাকার জন্য গত দুই বছর ঘটা করে পালন হয়নি রবীন্দ্রজয়ন্তী। এবছর সরকারি বিধি নিষেধ না থাকার জন্য ঘটা করে পালন করা হয় রবীন্দ্রজয়ন্তী। সোমবার সকাল সাতটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকায় রবীন্দ্রনাথের পূর্ণবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডা: ডি সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য শিল্পীরা। রবীন্দ্র সংগীত ও নৃত্যের মাধ্যমে পালন করা হয় রবীন্দ্রজয়ন্তী।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পৌরসভা।

Leave a Reply