Skip to content
  • Wednesday, 21 May 2025
  • 6:22:10 PM
  • Follow Us
Sob Khabar

Sob Khabar

  • হোম
  • রাজ্য
    • উত্তর বাংলা
      • আলিপুরদুয়ার
      • কোচবিহার
      • দক্ষিণ দিনাজপুর
    • দক্ষিণ বাংলা
      • পশ্চিম মেদিনীপুর
      • পুরুলিয়া
      • পূর্ব মেদিনীপুর
      • ২৪পরগনা
        • গোসাবা
  • কলকাতা
  • দেশ
  • বিদেশ
  • ওপার বাংলা
  • খেলা
  • বিনোদন
    • ভ্রমণ
    • সাক্ষাৎকার
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • সাহিত্য
  • রেসিপি
  • সম্পাদকীয়
  • Home
  • রাস্তা : সমীর ঘোষ।
Featured সাহিত্য

রাস্তা : সমীর ঘোষ।

sobkhabaradmin May 27, 2022 0

তখন অনেক রাত। কাকের ডানার মতো নিকষ কালো অন্ধকার। ডিসেম্বরের মাঝামাঝি সময়। শীতের দাপটে কাবু প্রকৃতি এখন গভীর ঘুমে মগ্ন । রাস্তার বেওয়ারিশ কুকুর গুলো রাস্তা ছেড়ে আশ্রয় নিয়েছে পোড়ো বাড়ির দালানে ।একটা ঝিঁঝিঁ পোকা ধারাবাহিকভাবে ডেকে চলেছে।
হঠাৎ নবনীতার দরজায় টোকা মারার আওয়াজ। নবনীতার বাড়িতে তার বিধবা মা আর একজন ছোট ভাই ছাড়া আর কেউ নাই। বাংলায় অনার্স নিয়ে বিএ পাস করে নবনীতা এখন প্রাইভেট টিউশন পড়ায়। তার টিউশন আর ফ্রিডম ফাইটার বাবার পেনশনের কিছু টাকা দিয়েই তাদের সংসারটা মোটামুটি চালিয়ে নেয়।
দরজায় টোকা পড়তেই নবনীতা বুঝতে পারে এত রাত্রে কে আসতে পারে। কারণ এই টোকা মারার ধরনটাও তার চেনা হয়ে গেছে।
ঘুম জড়ানো চোখে দরজাটা খুলতেই চকিতে আবীর তার ঘরের মধ্যে ঢুকে পড়ে। সারাদিন ঘরোয়া পরিশ্রমের পর নবনীতার মা এখন ঘুমিয়ে কাদা। ছোট ভাইটারও একই অবস্থা। তাই আবীরের উপস্থিতিটা নবনীতার মা এবং ভাই কেউই টের পেল না।
নবনীতা একটু রাত জেগে পড়াশোনা করে। তার ফেভারিট সাবজেক্ট স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস। ছোটবেলায় বাবার কাছে স্বাধীনতার লড়াইয়ের গল্প শুনেই বোধহয় তার এই ইতিহাস প্রীতি।
ঘরে ঢুকে কাঁধের ঝোলা ব্যাগটা মেঝেতে নামিয়ে রেখে সিঙ্গল খাটটাতে আবীর বসে পড়ল। অন্যদিনের থেকে আজ তাকে কেমন যেন বিমর্ষ লাগছে।
আবীর আড়মোড়া ভেঙে বলল,
– নীতা এক গ্লাস জল — নবনীতা তাড়াতাড়ি উঠে এক গ্লাস জল নিয়ে আবীরের সামনে ধরতেই একটানে ক্লাসের সমস্ত জল টুকু শেষ করে আবীর একটা আরাম সূচক আ: শব্দ করলো।
এবার নবনীতা মুখ খুলল,
– আজ এত উদভ্রান্তের মত লাগছে কেন? আবীর উত্তর দিলো – – – – -সত্যিই আজ খুব টায়ার্ড। আজ অনেকগুলো মিটিং করেছি।
নবনীতা নিয়মিত খবরের কাগজ পড়ে। যাদের বাড়িতে টিউশন পড়াতে যায় পড়ানোর অবসরে তাদের বাড়িতে মাঝেমাঝে টিভির খবরও শোনে তাই বাস্তব পরিস্থিতি সম্বন্ধে তার একটা ধারণা আছে। হঠাৎ বিদ্রূপের সুরে বলে বসল,
– মিটিং করেছো মানে কোন জায়গায় ল্যান্ডমাইন পাতা হবে, কিভাবে পুলিশের বন্দুক ছিনতাই হবে এইতো?
আবীর কেমন অবাক হয়ে যায়। এর আগে তো নবনীতা কোনদিন এইভাবে কথা বলেনি! হঠাৎ কি হলো!
– নীতা তুমি এভাবে কথা বলছ কেন?
– কেন বলবো না বলো? তুমি এখন পুলিশের কাছে মোস্ট ওয়ান্টেড। তুমি কি জানো আমার এখানে তোমার আসাটা কতখানি রিস্কি? আমাদের বাড়িটার উপর নজরদারি করতে পুলিশের স্পাই লাগানো আছে?
আবীর হাসতে- হাসতে বলল,
– তা থাকতে পারে তবে এই শীতের রাতে একটা কুকুরও জেগে নাই,আর স্পাইরা তো মানুষ নাকি?
– তুমি হাসতে পারো, কিন্তু জানো কি প্রতিদিনের প্রতিটি ক্ষণ আমি কী গভীর উৎকণ্ঠায় থাকি। যদি তোমার কিছু হয়ে যায়? -হোক না। কী হবে বড়জোর মৃত্যু। কবি বলেছেন, জন্মালে মরিতে হবে অমর কে কোথা—-
নীতা আবীরের মুখটা চেপে ধরে।
– না ওকথা নয়, আমার অনুরোধ তুমি তোমার রাস্তা বদল করো।
-কি বলছো নীতা !
-হ্যাঁ, তুমি যে রাস্তায় হাঁটছো ও রাস্তা কোনদিনই তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে না। তোমার ধারণা ভুল। তুমি জানোনা আসলে তুমি কী চাও। -আমি যে যৌথখামারের স্বপ্ন দেখি। একটা শ্রেণি ঐশ্বর্য্যের পাহাড়ে সুখ নিদ্রায় মগ্ন থাকছে আর একটা শ্রেণি এক মুঠো ভাতের জন্য হাহাকার করছে। একবাটি ফ্যানের জন্য মা তার শিশু সন্তানকে বিক্রি করতে বাধ্য হচ্ছে —
– আসলে আমাদের টোটাল সিস্টেমটাতেই তো গলদ।
– এ সিস্টেম আমি বদলাতে চাই।
– তোমার একার দ্বারা কখনো তার সম্ভব নয়। -কে বলেছে আমি একা? এদেশের হাজার হাজার মানুষ আমার সঙ্গে আছে।
– তারা সবাই তোমার মতই লক্ষ্যবিহীন।
– কে বলেছে? প্রভাত দা? যে মানুষটা ফিজিক্সে ডক্টরেট, জীবনে প্রচুর টাকা -পয়সা গাড়ি -বাড়ি সবই করতে পারতো। সেইসবের মোহ ছেড়ে সেও কেন— ?
– আমি জানিনা, প্রভাতদা কী চান।কিন্তু আমি চাই একটা নির্ভরতা একটা স্থিতিশীলতা ছোট্ট মাটির ঘরের উঠোনে একটা তুলসীমঞ্চ।
মৃদু আলোতে আবীর দেখতে পাচ্ছে নবনীতার দুচোখ সজল। গলার স্বরে করুণ আর্তি।
– এ কী নীতা তুমি ভেঙে পড়ছো কেন? তুমি তো আমার এগিয়ে চলার গতি।
– জানিনা কতদিন এইভাবে থাকতে পারবো।
– এ কথা বলছো কেন? আমার উপর কি বিশ্বাস রাখতে পারছ না?
– তা কেন। আসলে সমাজে থাকতে গেলে কিছু সামাজিক রীতি নীতি কে অবলম্বন করে থাকতে হয় ।তাছাড়া লোকাল নেতৃত্ব আমাকে হুমকি দিয়ে গেছে, তোমার সঙ্গে সম্পর্ক রাখলে ওরা নাকি আমার অনেক ক্ষতি করে দেবে।
নবনীতার মুখে কথাগুলো শুনে আবীর এখন রাগে ফুঁসছে। ইচ্ছে করছে এখনই সেই শয়তানগুলোকে ভোগে পাঠিয়ে দিতে। কোন রকমে নিজেকে সংযত করে বলল,
– ঠিক আছে, আমি আর তোমার কাছে আসবো না।
নবনীতা নিরুত্তর। কেবল দু চোখের কোনণ জল চিকচিক করছে। রাত শেষ হয়ে কখন যে ভোর হয়ে গেছে দুজনেরই খেয়াল নাই। সকাল হওয়ার আগেই আবীরকে বেরিয়ে পড়তে হবে। প্রথমে দেখা করতে হবে প্রভাতদার সঙ্গে। হঠাৎ দরজায় টোকা মারার আওয়াজ শুনে নবনীতা এবং আবীর দুজনেই কেমন আঁতকে উঠলো। আবার টোকা। নবনীতা এবং আবীর একে অপরের দিকে তাকালো।
এক সময় দরজা খুলে দিয়ে নবনীতা দরজাটা আটকে দাঁড়ালো।
সামনে দাঁড়িয়ে আছে আর জি পার্টির কিছু ষন্ডামার্কা যুবক। তাদের সঙ্গে আছে খাকি উর্দি পরা কয়েকজন মানুষ। সমবেতদের মধ্যে থেকে একজন কেউ বলে উঠলো,
– মাগীটা খুব সতীপনা দেখায়, এদিকে একজন দাগী মালকে নিয়ে সারা রাত ঘর বন্ধ করে ফস্টি নস্টি হচ্ছে। এতোই যদি শখ আমাদের কাছে গিয়ে বললেই পারতিস।শখটাও মিটতো আর পয়সাও ইনকাম হত।
নবনীতার সারা শরীর লাল হয়ে উঠছে। মাথার ভিতর একটা আগুনের আঁচ যেন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আবীরের দিকে তাকাতেই দেখতে পেল মেঝেতে ফেলে রাখা ব্যাগটাতে হাত ঢুকিয়ে সে, কি যেন বের করার চেষ্টা করছে। নবনীতার ইশারায় আবীর নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রইলো।
দুজন খাকি উর্দি পরা মানুষ তার দিকে এগিয়ে গেল।
এতোক্ষণে গায়ত্রী দেবী এবং তার ছেলের ঘুম ভেঙে গেছে। ঘুম জড়ানো চোখে বাইরে এসে দেখে নবনীতা উঠোনে স্ট্যাচুর মত দাঁড়িয়ে আছে। একদল লোক সমানে কটুক্তি করে চলেছে। একটা পুলিশের জীপ লাল ধুলো উড়িয়ে মোরাম রাস্তা দিয়ে চলে যাচ্ছে।

sobkhabaradmin

Website:

Related Story
Featured উত্তর বাংলা দেশ বিবিধ রাজ্য
বাগডোগরার চা-বাগানের চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মমতা বেন্দাপাধ্যায়।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য স্বাস্থ্য
মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য লাইফস্টাইল
চন্দ্রকোনারোডে প্রয়াত বর্ষীয়ান তৃণমূল নেতা নিমাই রতন ব্যানার্জির স্মরণসভা ও বিনম্র শ্রদ্ধার্ঘ্য ব্লক তৃণমূলের।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য লাইফস্টাইল
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কেশপুরের দোঁতাল-চাঁদাবিলাতে প্রতিবাদ মিছিল তৃণমূলের।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ নদীয়া বিবিধ রাজ্য
হারিয়ে যাওয়া একশোটি মোবাইল ফিরিয়ে দিল নদিয়ার রানাঘাট পুলিশ জেলার কল্যাণী থানার পুলিশ।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দেশ বিবিধ রাজ্য লাইফস্টাইল
কলকাতা পুলিশের বাড়িতে চুরি, বুনিয়াদপুরে চাঞ্চল্য।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা দেশ বিবিধ মালদা রাজ্য
মালদা কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগ এবং স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে আচার্য জগদীশ চন্দ্র বোস মেডিসিনাল প্লান্ট গার্ডেনের উদ্বোধন করা হল।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা কোচবিহার দেশ বিনোদন বিবিধ রাজ্য
রাজীব গান্ধীর ৩৫ তম আত্ম বলিদান দিবস কর্মসূচি পালন করলেন চোপড়া ব্লক কংগ্রেস।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা দক্ষিণ দিনাজপুর দেশ বিবিধ রাজ্য
মুর্শিদাবাদ তদন্ত: হাইকোর্ট নির্দেশে গঠিত কমিটির রিপোর্টে বিস্ফোরক তথ্য, মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন সুকান্ত মজুমদার।
sobkhabaradmin May 21, 2025
Featured উত্তর বাংলা দেশ বিবিধ মুর্শিদাবাদ রাজ্য
ভগবানগোলায় সকালে ভয়াবহ পথদুর্ঘটনা: মারুতি ভ্যান-টোটো সংঘর্ষে আহত ৪, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
sobkhabaradmin May 21, 2025

Leave a Reply
Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

YOU MAY HAVE MISSED
Featured উত্তর বাংলা দেশ বিবিধ রাজ্য
বাগডোগরার চা-বাগানের চা-শ্রমিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী মমতা বেন্দাপাধ্যায়।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য স্বাস্থ্য
মেদিনীপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন ।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য লাইফস্টাইল
চন্দ্রকোনারোডে প্রয়াত বর্ষীয়ান তৃণমূল নেতা নিমাই রতন ব্যানার্জির স্মরণসভা ও বিনম্র শ্রদ্ধার্ঘ্য ব্লক তৃণমূলের।
sobkhabaradmin May 21, 2025
Featured দক্ষিণ বাংলা দেশ পশ্চিম মেদিনীপুর বিবিধ রাজ্য লাইফস্টাইল
কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে কেশপুরের দোঁতাল-চাঁদাবিলাতে প্রতিবাদ মিছিল তৃণমূলের।
sobkhabaradmin May 21, 2025

Copyright © 2025 | Powered by WordPress | Newsio by ThemeArile