নিজস্ব সংবাদদাতা, মালদাঃ–পুলিশের ভূমিকা নিয়ে অনেক সময়া অনেক প্রশ্ন ওঠে কিন্তু সাধারণ মানুষের পাশে দারাতে এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের সংঙ্কট মেটাতে এগিয়ে রবিবার মালদা জেলা পুলিশের উদ্যোগে,, হবিবপুর থানার পুলিশ প্রশাসনের পরিচালনায় উৎসর্গ প্রকল্পের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল রবিবার সকালে হবিবপুর থানা প্রাঙ্গণে এদিন এই শিবিরের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা করেন ডিএনটি ডিএসপি আজাহার উদ্দীন খান এবং প্রথমে রক্ত দিয়ে রক্তদান শিবিরের রক্তদিয়ে উদ্বোধন করেন হবিবপুর থানার আইসি অমিতাভ সরকার, রক্তদান শেষে রক্তদাতাদের হাতে সার্টিফিকেট তুলে দিলেন অ্যাডিশনাল হেডকোয়ার্টার অমিত কুমার সাউ এদিন এই শিবিরে থানার অফিসার সহ ভিলেজ পুলিশ সহ সিভিক ভলেন্টিয়ারা রক্তদান করেন।এদিন এই রক্তদান শিবির রক্তদান করেন প্রায় পুলিশ অফিস সহ ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা ৮০ জন।
বাইটঃ- অ্যাডিশনাল হেডকোয়ার্টার অমিত কুমার সাউ
Leave a Reply