বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বীরভূম জেলার দুবরাজপুর শহরের ভেতর দিয়ে ৬০ নং জাতীয় সড়ক থেকে দুবরাজপুর গ্ৰামীন হাসপাতাল যাওয়ার একমাত্র রাস্তা প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দিন ধরে বেহাল। সংস্কারের দাবীতে বহুবার পথ অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে এলাকাবাসী। বাইপাস এই রাস্তাকেই বিগত পৌরসভা নির্বাচনে প্রচারের অংশ করেছিল যুযুধান দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপি। সংস্কারের অনুমোদন পাওয়ার পর কাজ শুরু হয়েছে। রাস্তা সম্প্রসারণ ও সংস্কারের কাজ শুরু হলেও আজ কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। স্থানীয় মানুষের বক্তব্য, দীর্ঘ দিন ধরে সংস্কারের দাবি জানানোর পর কাজ শুরু হয়েছে। কিন্তু যে ভাবে কাজ হচ্ছে, এবং প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হচ্ছে না তাতে এই কাজ দীর্ঘস্থায়ী হবে না তাই কাজ বন্ধ করা হয়েছে। কাজ বন্ধের ব্যাপারে জুনিয়র ইঞ্জিনিয়ার জানিয়েছেন, ড্রয়িং এ যা দেওয়া আছে, সেই অনুযায়ী কাজ হচ্ছে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষ যে নির্দেশ দেবে সেই অনুযায়ী কাজ হবে।
পিডব্লুডি রাস্তা সংস্কারের কাজ বন্ধ করলো এলাকাবাসী।

Leave a Reply