দিনহাটার মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় প্রথম স্থানাধিকারী খুরশিদকে সংবর্ধনা এসএফআই ও ডিওয়াইএফআই-এর।

মনিরুল হক, কোচবিহারঃ গতকাল প্রকাশিত হয়েছে হাইমাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষার ফল। ফল প্রকাশের পর কোচবিহারের মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। ওই সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে এবার হাইমাদ্রাসার ফাজিল পরীক্ষায় দিনহাটার মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার খুরশিদের আলি ৭২০ নম্বর পেয়ে জেলায় প্রথম হয়েছে।
দিনহাটার সীমান্তবর্তী ওকড়াবাড়ি সংলগ্ন ছোট ফলিমারির প্রান্তিক পরিবারের সন্তান খুরশিদ আলম। তার প্রাপ্ত নম্বর ৭২০। স্বভাবতই খুশির হাওয়া তাঁর পরিবার সহ গোটা গ্রামে। ছেলের এরম ফলাফলে তারা খুব খুশি বলে জানিয়েছেন তার বাবা, মা। ভবিষ্যতে ডাক্তার হবার স্বপ্ন খুরশিদের। পড়াশোনার পাশাপাশি সুযোগ পেলে অবসরে ক্রিকেট খেলতে ভালোবাসে সে।
এদিন খুরশিদকে তার বাড়িতে গিয়ে সংবর্ধনা ও আগামীর জন্য শুভেচ্ছা জানায় ভারতের ছাত্র ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃবৃন্দ। এসএফআই ও ডিওয়াইএফআই নেতৃত্বরা জানায়, খুরশিদের এই ফলাফলে তারা গর্বিত। তারা খুরশিদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন পাশাপাশি আগামী দিনের পথচলায় তার পাশে থাকতে তারা অঙ্গিকারবদ্ধ।
এছাড়াও এই খবর পেয়ে খুরশিদের বাড়িতে যান ডিওয়াইএফআই জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, জেলা কমিটি সদস্য মনিরুল মিঞা, বাদশা রহমান, এসএফআই সম্পাদকমন্ডলীর সদস্য সৌভিক দে, এসএফআই নেতৃত্ব মমিনুর রহমান, রহিম বাদশা সহ অন্যান্যরা।
উল্লেখ্য, এবার কোচবিহার জেলা থেকে মোট ১৪৮৭ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। এরমধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৭২১ এবং ছাত্রের সংখ্যা ৫৬৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *