সুদীপ সেন, বাঁকুড়া: বাঁকুড়া জেলার শালতোড়ায় বাম গণ সংগঠন গুলির ডাকে ৩১ ই মে বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে একটি মিছিল ও ডেপুটেশন সংগঠিত হলো।
অবিলম্বে শালতোড়া ব্লক এলাকার পাথর খাদান খোলার দাবি,
একশো দিনের বকেয়া টাকা দেওয়ার দাবি,
পি, এইচ, ই ঠিকা কর্মীদের বেতনের দাবি,
ইন্দিরা আবাস যোজনায় বাড়ির দুর্নীতি,
নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি_______
মূলত এই দাবিগুলোর ভিত্তিতে শালতোড়ায় একটি মিছিল হয় এবং পরে শালতোড়া জয়েন্ট বিডিও এর নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়।
মিছিল ব্লকে ঢোকার মুহূর্তে মিছিলে উপস্থিত বাম কর্মী সমর্থক রা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ব্লকে ঢুকতে গেলে সাময়িক উত্তেজনা ছড়ায়।
পরে বাম নেতৃত্ব কর্মী সমর্থকদের শান্ত করেন।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সি, আই, টি, ইউ জেলা সম্পাদক সৌমেন্দু মুখার্জী, রামদাস সরেন, শুভেন্দু মন্ডল, সবীতা মন্ডল, নয়ন পরামানিক ও অন্যান্য রা।
আজ ব্লকে কর্মী, সমর্থক দের ব্যারিকেড ভাঙ্গা প্রসেঙ্গে সি, আই, টি, ইউ জেলা সম্পাদক সৌমে ন্দু মুখার্জী বলেন, প্রশাসন উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজ করেছে।
আমরা এর চাইতে বড়ো মিছিল নিয়ে ব্লকে ডেপুটেশন দিয়েছি কোনোদিন ব্যারিকেড দেওয়া হয় নি।
এই ডেপুটেশন প্রসঙ্গে শালতোড়া ব্লকের জয়েন্ট বিডিও মিলন মালাকার বলেন, ওনারা ডেপুটেশন দিলেন কয়েক টি দাবির ভিত্তিতে।
দাবি গুলি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
Leave a Reply