জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বিরাট সাফল্য পেল ময়নাগুড়ি থানা। বেশকিছু সোনার অলংকার উদ্ধারসহ চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। কয়েক মাস আগে ময়নাগুড়ি গ্যাসের ডিস্ট্রিবিউটার বাড়িতে এক চুরির ঘটনা ঘটেছিল। সেই সময় সিসিটিভি ফুটেজ মুখে মাস্ক পরা অবস্থায় এক যুবককে চুরি করতে দেখা গিয়েছিল। এরপরেই তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ। কয়েক লক্ষাধিক টাকার চুরি হয়েছিল সেই বাড়ি থেকে বলে অভিযোগ। তার রেশ কাটতে না কাটতেই ময়নাগুড়ির দেবীনগর পাড়ায় দিনের বেলায় আরো একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। কিন্তু সেই সময় গৃহকর্ত্রী তৎপরতায় এলাকার লোকজন ধরে ফেলে চোরকে। গণ প্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া। পুলিশ দেখতে পায় এর আগে গ্যাসের ডিস্ট্রিবিউটার এর বাড়িতে চুরি হয়েছিল তার সাথে এর মিল রয়েছে। পুলিশি জেরায় স্বীকার করে নেয় সেওই ডিস্ট্রিবিউটরের বাড়িতে চুরি করেছিল। পরবর্তীতে তাকে রিমান্ডে নেয় পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় দুজনের নাম। তারাও এ চুরিতে তার সাথে ছিল বলে জানা গেছে। আজ মঙ্গলবার দুপুরে কমল রায় ও ঋষিকেশ নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধারের বেশকিছু সোনার অলংকার।
বিরাট সাফল্য পেল ময়নাগুড়ি থানা।

Leave a Reply