2500 বৃক্ষ বিতরণ ও রোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস উৎযাপন ।

বোলপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয় প্রাঙ্গনে ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ করা হয়। এইদিন অনুষ্ঠানের শুরুতে পরিবেশ সচেতনতা মূলক এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। এরপর সংস্কৃত মন্ত্র উৎচারনের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলিত করে মুল অনুষ্ঠানে সূচনা হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক রাইচাঁদ ব্যানার্জি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিহির রায়, বোলপুর মহকুমা
বিদ্যালয় পরিদর্শক আবু হাসান, প্রাইমারি স্কুলে জেলার সহকারী বিদ্যালয় পরিদর্শক মিলন কুমার রায় , বোলপুর সার্কলের বিদ্যালয় পরিদর্শক প্রনয় গাঙ্গুলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জেলা প্রতিনিধি প্রবাল সামন্ত এবং ডঃ সৌভিক ঘোষ, এছাড়া পঞ্চায়েত প্রধানসহ আশপাশের সমস্ত বিদ্যালয়ে প্রধান শিক্ষক / শিক্ষিকা গণ ।

প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে ছাত্র ছাত্রীদের মধ্যে পরিবেশকে রক্ষা করতে হলে উদ্ভিদকে বাঁচানো কতটা জরুরি সে বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণের আয়োজন করা হয়েছে। ছাত্র ছাত্রীরা বিভিন্ন নাচ, গান ও ক্যারাটে প্রদর্শন করে । উপস্থিত বিশিষ্টজনেরা পরিবেশকে বাঁচাতে উদ্ভিদ লাগনো এবং বাঁচানো কত জরুরি সে বিষয়ে আলোচনা করেন । অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গনে 50টি কাঠাঁলের চারা রোপণ করে ষষ্ঠীর ফোঁটা দেওয়া হয়। প্রতেকে ছাত্র ছাত্রী ও আগত অতিথিদের হাতেও দুটি করে চারা নিজ নিজ বাড়িতে রোপণ করার জন্য বিতরণ করা হয়। এই মনোগ্রাহী অনুষ্ঠানে ছাত্র ছাত্রীদের এবং অভিভাবক অভিভাবিকাকে মনে দারুণ সাড়া ফেলে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *