নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- জলপাইগুড়ি সরকারি বালিকা বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক দিয়ে ছিলো সমাদৃতা দাস, বৃহস্পতিবার ফল প্রকাশ হতেই খুশির আবহাওয়া সমাদৃতার পরিবার সহ স্কুলে,৪৯১ নম্বর পেয়ে অষ্টম স্থান পেয়েছে সমাদৃতা,
প্ৰিয় শখ গান,,
এমনটাই জানালো খুশির আবেগে ভেসে। গান, ছবি আঁকার পাশাপাশি অবসর সময়ে হাতের কাজকে ভালোবাসা সমাদৃতা
আগামীতে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হতে চায় বলে জানালো ।( বাইট )
অপরদিকে প্রাইভেট কোম্পানিতে কর্মরত সমাদৃতার বাবা জানালেন, খুবই আনন্দ হচ্ছে, আগামীতে মেয়ে যেটা নিয়ে পড়ে এগিয়ে যেতে চায় সেটাই ও পড়বে।
গান প্রিয় সমাদৃতা দখল করেছে অষ্টম স্থান।

Leave a Reply