মৃত নির্মাণ কর্মী অভিজিৎ দাসের প্রতিকৃততে মাল্যদান ও শ্রদ্ধাজ্ঞাপন করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের নির্মাণকর্মী ইউনিয়ন।

মনিরুল হক, কোচবিহারঃ গত বৃহস্পতিবার একটি বেসরকারী স্কুল ঘরের নির্মাণ কাজ করবার সময় ছাদ ভেঙে অকালে প্রাণ যায় নির্মাণ কর্মী অভিজিৎ দাসের। সেই অভিজিৎ দাসকে শ্রদ্ধা জ্ঞাপন করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বেসরকারি নির্মাণকর্মী ইউনিয়ন। এদিন কোচবিহার রাসমেলারে মাঠে পাশে নির্মাণ কর্মী অভিজিৎ দাসের প্রতিকৃততে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বেসরকারি নির্মাণকর্মী ইউনিয়নের সভাপতি আজিজুল হক। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বেসরকারি নির্মাণকর্মী ইউনিয়নের সম্পাদক বাচু মিয়া, মিঠুন হোসেন সহ আরও অনেকে।
সম্প্রতি কোচবিহার উত্তর বিধানসভার গোপাল পুর কাকড়িবাড়ি এলাকায় একটি বেসরকারি স্কুল ঘরের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। সেই সময় ছাদ ভেঙ্গে চাপা পরে মৃত্যু হয় অভিজিৎ দাস নামে ওই নির্মাণ কর্মীর। আহত হয় ৪ নির্মাণ কর্মী। ওই ঘটনার পর থেকে ওই বেসরকারি নির্মাণ কাজের ঠিকাদাররা এলাকা ছেড়ে পালিয়ে যায়। অভিজিৎ দাসের মৃত্যুর দুইদিন পর আজ তার প্রতিকৃততে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের বেসরকারি নির্মাণকর্মী ইউনিয়নের সভাপতি আজিজুল হক বলেন,আমাদের নির্মাণ কর্মী অভিজিৎ দাসের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আজ অভিজিৎ দাসের প্রতিকৃতিতে মাল্যদান ও শদ্ধাজ্ঞাপন করা হল। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের পাশে রয়েছি। অভিজিতের মেয়ের ভবিষ্যতের জন্য কিছু আর্থিক সাহায্য ও পরিবারের কে সমবেদনা জানালাম।
তিনি আরও বলে, বেসরকারি স্কুলের ঠিকাদার নিয়ম কানুন ভেঙ্গে বিভিন্ন জায়গায় কাজ কর্ম করে যাচ্ছেন। আমরা তার প্রতিবাদ করলে তারা পুলিশের ভয় দেখায়। ওই বিল্ডিং-এর টেকনিক্যাল সমস্যার কারনে আমাদের নির্মাণ কর্মী অভিজিৎ দাস মারা যায়। আমরা বার বার ওই থিকাদারের সাথে যোগাযোগ করলেও তিনি আমাদের পাত্তা দিচ্ছেন না। আগামীতে ওই ঠিকাদার আমার কথা বা অভিজিতের পরিবারকে আর্থিক সাহায্য না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *