বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- আজ মঙ্গলবার বৈকাল থেকেই আকাশ কালো করে অন্ধকার ঘনিয়ে আসে, শুরু হয় হালকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যৎ সহ বৃষ্টি। দোতলায় ঘরের ভেতরেই বসে ছিলেন বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ডের বাসিন্দা জগন্নাথ সাহা। নিজের বাড়ীর দোতলা থেকে নিচে দোকানে আসার সময় হঠাৎ লুটিয়ে পড়েন জগন্নাথ সাহা। বাইরে চলছে বিকট আওয়াজ দিয়ে বজ্রপাত। বাড়ির লোকজনের অনুমান বজ্রাঘাতেই হঠাৎ মেঝেতে লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন ও পাশের দোকানদাররা তাঁকে দুবরাজপুর গ্ৰামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তবে কি কারণে মৃত্যু হল তা স্পস্ট নয়। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ এমনটাই জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
দুবরাজপুরে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির।

Leave a Reply