নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের।

বীরভূম, সেখ ওলি মহম্মদ:- বিশ্ব নবী হজরত মহম্মদের নামে কটুক্তির করার জন্য বিজেপির মুখপাত্র নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে গোটা দেশে প্রতিবাদের ঝড় বইছে। কোথাও মিছিল করে প্রতিবাদ হচ্ছে তো কোথাও রাস্তা আটকে প্রতিবাদ করা হচ্ছে। কিন্তু বীরভূম জেলার দুবরাজপুরে এক অন্য চিত্র ধরা পড়ল। তাই নূপুর শর্মার শাস্তি ও গ্রেপ্তারের দাবিতে দুবরাজপুরের ইসলামপুর গ্ৰাম ষোলো আনার পক্ষ থেকে একটি এফআইআর কপি জমা দেওয়া হল ডিএসপি ক্রাইম ফিরোজ হোসেনকে। সাথে ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধব চন্দ্র মণ্ডল, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন। এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর খানকাহে নঈমীয়ার পক্ষ থেকে ইসলাম ধর্মগুরু হজরত সৈয়দ আজিমউদ্দিন নঈমী, হজরত সৈয়দ নিজামউদ্দিন নঈমী, হজরত সৈয়দ বখতিয়ার উদ্দিন নঈমী, ইসলামপুর গ্ৰাম ষোলো আনার আহ্বায়ক সেখ সর্দার আলি, মির্জা সৌকত আলি, ইসলামপুর সদর মসজিদের পেশ ইমাম হাফিজ আনোয়ার হোসেন, নূরী মসজিদের পেশ ইমাম মৌলানা সাহাদাত হোসেন সহ আরো অনেকে। এদিন হজরত সৈয়দ নিজামউদ্দিন নঈমী জানান, আমরা ইসলামপুর গ্রাম ষোলো আনার পক্ষ থেকে হজরত মহম্মদ এর নামে কুরুচিকর মন্তব্য করার জন্য নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে অভিযোগ করলাম দুবরাজপুর থানায়। পাশাপাশি নূপুর শর্মা বা অন্যান্যরা হজরত মহম্মদের জন্য কুরুচিকর মন্তব্য করেছেন তাঁদের জন্য ভারত সরকারের কাছে আবেদন করেন যাতে তাঁদের বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *