দীঘার সমুদ্রে বেড়াতে গেছে এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।

0
395

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘায় বেড়াতে এসে পর্যটক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনা জানা যায় কল্যাণী থানা এলাকার বাসিন্দা জনি লাল ঘোষের সঙ্গে দিঘাতে বেড়াতে আসেন,সাগর ঢালী,এইদিন তারা উদয়পুরের কাছে মামা ও মামীমা সঙ্গে সমুদ্রে স্নান করতে গেলে হঠাৎ সমুদ্রে তলিয়ে যায় সাগর অন্যান্য যখন তাকে খুঁজে পাচ্ছিল না তখন স্থানীয় তালসারি পানিতে খবর দেয়া হয় কিছুক্ষণ পরে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয় পরে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ।