বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- মুখ ভর্ত্তি দাঁড়ি আর নুরানি চেহেরা। তখনও মনে হচ্ছিল তিনি আরাম করে চোখ বন্ধ অবস্থায় ঘুমিয়ে আছেন। কিন্তু তিনি ঘুমন্ত অবস্থায় থাকলেও লক্ষ লক্ষ মুরিদ তথা ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি দিলেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি হচ্ছেন বীরভূম জেলার সিউড়ি বিধানসভার চন্দ্রপুর থানার অন্তর্গত গাইসাড়া শরিফের বড় হুজুর সৈয়দ শাহ নুরুল হোসেন বোখারী সাহেব। তিনি ছিলেন মুসলমান সম্প্রদায়ের একজন ধর্মগুরু। ওনার কাছে গেলে কেউ খালি হাতে ফিরে আসতেন না। তাঁর কাছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যেতেন। তাঁর এরকম চলে যাওয়াতে শোকের ছায়া নেমে এসেছে গাইসাড়া শরিফ। জানা যায়, অসুস্থতার কারণে দুর্গাপুরের একটি বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্ত্তি করা হয়। আজ সকাল ১১ টা নাগাদ তাঁর পুত্র অর্থাৎ ছোট হুজুর সৈয়দ সাইফুল হোসেন বোখারীকে জানানো হয় যে বড় হুজুর আর এই দুনিয়ায় নেই। স্বভাবতই এই খবর পেয়ে তিনি ভেঙে পড়েন। তারপর বিভিন্ন গ্রামে এই খবর পৌঁছে যায়। আজ দুপুর ১ টা নাগাদ দুবরাজপুরের ইসলামপুর ফকির বাবার ময়দানে হজরত সৈয়দ শাহ নুরুল হোসেন বোখারীর শবদেহ নিয়ে আসা হয়। সেখানে হাজার হাজার ভক্ত হাজির হোন ওনাকে একটু দেখার জন্য। সেখানে ফুলের মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সেখ নাজির উদ্দিন, নুরী মসজিদের পক্ষ থেকে হাফিজ নুরুল আবসার সহ আরো অন্যান্য মুরিদরা। তারপর বিভিন্ন গ্রাম থেকে আসা মুরিদরা একটি বাইক রেলি করে গাইসাড়া শরিফ পর্যন্ত যায়। গাইসাড়া শরিফের গদ্দিনশীন হজরত সৈয়দ সাইফুল হোসেন বোখারী জানান, আগামী ২০ জুন, সোমবার সকাল ১০ টা সময় গাইসাড়া শরিফে জানাজার নমাজ পড়ানো হবে।
প্রয়াত হলেন গাইসাড়া শরিফের বড় হুজুর সৈয়দ নুরুল হোসেন বোখারী।

Leave a Reply