শিবপ্রসাদ মন্ডল, পুরুলিয়া:- বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে এলাকার যুবক যুবতীদের রক্তদানে উহসাহিত করতে নিতুরিয়ার সড়বড়ি মোড়ে একটি সভা হলো। হাড়মাড্ডি গ্রামীন হাসপাতালের অন্বেষা ক্লিনিকের উদ্যোগে সভায় রক্তদানের উপকারিতা এবং আপনার এক ফোঁটা রক্ত একজন মুমুর্ষু মানুষের প্রান ফিরিয়ে দিতে সাহায্য করে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সঞ্জীব পন্ডিত। প্রায় একশো যুবক যুবতী এই সভায় অংশগ্রহন করে রক্তদানের উপকারিতা সম্পর্কে অবহিত হয়।
রক্তদানে সচেতনতা সভা।












Leave a Reply