আর্থিক সমস্যার মধ্যেও উচ্চ মাধ্যমিকে নজরকারা ফল করল ইচ্ছাগঞ্জ শুকুরচাদ হাই স্কুলের ছাত্রী শিখা বর্মণ।

মনিরুল হক, কোচবিহার: আর্থিক সমস্যা থাকা সত্ত্বেও উচ্চ মাধ্যমিকে নজরকারা ফল করে তাক লাগাল মাথাভাঙ্গার ছাত্রি শিখা বর্মণ। অর্থাভাবে ঠিকমতো টিউশন পড়তে না পারলেও নজরকাড়া সাফল্য অর্জন করেছে মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের ইচ্ছাগঞ্জ শুকুরচাদ হাই স্কুলের এই মেধাবী ছাত্রী উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে তার প্রাপ্ত নম্বর ৪৫৮। বাংলায় ৯৭ ইংরেজিতে ৮০, ইতিহাসে ৯২ ভূগোলে ৯৭ রাষ্ট্র বিজ্ঞানে ৯২ নম্বর পেয়ে স্কুলে সর্বচ্চ নম্বর পেয়েছে।

শিখা বড়ো হয়ে ডব্লিউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখছে। আপাতত ভূগোল অনার্স নিয়ে কলেজে পড়তে চায় সে। কিন্তু তার উচ্চ শিক্ষায় বাঁধা আর্থিক সমস্যা। বাবা মা পড়াশোনার খরচ কতটা সাহায্য করতে পারবেন সে নিয়ে সন্দিহান মেধাবী ছাত্রীটি। শিখার বাড়ি । নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চোঙ্গারখাতা খাগড়িবাড়ি এলাকায়। তার বাবা প্রান্তিক চাষী ও মা গৃহবধু। সামান্য জমি চাষে কোনরকমে জীবিকা নির্বাহ করে সুধীর বর্মন। কষ্ট হলেও মেয়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চান তিনি। বাবা সুধীর বর্মন জানান কোন প্রতিষ্ঠান কিংবা কোন সহৃদয় ব্যক্তি আর্থিক সাহায্য করলে মেয়ের ইচ্ছা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *