মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- ফরাক্কা ntpc পাওয়ার প্ল্যান্টে 2 নম্বর গেটে কর্মরত অবস্থায় থাকাকালীন আজ রবিবার ভোরে নিজেস্ব সার্ভিস রিভালবার দিয়ে নিজেকে শুট করে আত্মহত্যা করেন এক cisf।পুলিশ সূত্রে জানা যায় ওই cisf এর নাম রাম কুমার সিংহ বয়স ৪৮বছর,বাড়ি বিহারের বেগুসরাই জেলার বারওয়ানী,কর্মসূত্রে ফারাক্কায় তিন বছর ধরে এনটিপিসির TTV তে থাকতো বলে জানা যায়।মৃত দেহ উদ্ধার করে ফরাক্কা ntpc হাসপাতালে নিয়ে আসা হয়।তবে কি কারণে এই আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়,পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে পাঠায়। পুরো ঘটনা তদন্ত করে দেখছে ফরাক্কা থানা পুলিশ।
ফরাক্কা ntpc পাওয়ার প্ল্যান্টে 2 নম্বর গেটে কর্মরত অবস্থায় থাকাকালীন আজ রবিবার ভোরে নিজেস্ব সার্ভিস রিভালবার দিয়ে নিজেকে শুট করে আত্মহত্যা করেন এক cisf।

Leave a Reply