পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক জুড়ে প্রশাসনের উদ্যোগে বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক অবৈধ কাঠ মিল, আর এতেই দিশেহারা পরিস্থিতির সৃষ্টি হয়েছে প্রায় কুড়ি হাজার শ্রমিকের, কর্মহীন অবস্থায় কার্যত সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের, তাই অবিলম্বে কাঠ মিল চালু করা নচেৎ তাদের অন্য কাজের সুব্যবস্থা করার দাবি নিয়ে মঙ্গলবার ব্লকের চন্দ্রকোনারোড শহরের বনবিভাগের অফিসের সামনে অবস্থান বিক্ষোভের মধ্য দিয়ে ধর্নায় বসেছে কর্মহীন কাঠ শ্রমিকরা, তাদের বক্তব্য ছাড়া জেলা জুড়ে কাঠ মিল চালু থাকলেও শুধুমাত্র ব্লকের কাঠ মিল গুলো কেন বন্ধ করে দেওয়া হচ্ছে, তাদের দাবি অবিলম্বে কাট মিলগুলি চালু করতে হবে নচেৎ কর্মহীন কাঠ শ্রমিকদের কাজের সুব্যবস্থা করতে হবে সরকারকে, যদি আগামী দিনে এই দাবি না মানা হয় তাহলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন কাঠ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল রফিক মন্ডল।
চন্দ্রকোনারোড বনবিভাগের সামনে ধর্না কর্মহীন কাঠ শ্রমিকদের।

Leave a Reply