কোচবিহার, ২২ জুনঃ করোনা মহামারীতে নিজের জীবন বিপন্ন করে কাজ করে গিয়েছে সিভিল ডিফেন্স কর্মী। কিন্তু তারা দীর্ঘ দেড় বছর থেকে কোন বেতন পান না। সেই বকেয়া বেতনের দাবিতে কোচবিহার জেলা শাসকের করণে ডেপুটেশন দিল কোচবিহার জেলার সিভিল ডিফেন্স কর্মীরা।
তাঁদের দাবী, করোনা মহামারীতে আমরা নিজের জীবন বাজী রেখে ভেকসিন দেওয়া, করোনা টেস্ট করা থেকে শুরু করে সমস্ত রকম কাজ করিয়ে নেন। তাঁদের দৈনিক বেতন দেওয়ার ধার্য হয়েছিল ৫৬৫ টাকা। কিন্তু কাজ শেষ হয়ে গেলেও তারা এখনও পর্যন্ত কোন টাকা পয়সা নি। কিভাবে তারা জীবন ধারন করতে সেটা বলে বোঝাতে পাব না আমরা। জেলা জুড়ে বহু সিভিল ডিফেন্স কর্মী এই কাজের উপর নির্ভর করে জীবন অতিবাহিত করছে। কিন্তু আমরা দেড় বছর ধরে কোন বেতন পাইনা। তা জানিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তাতে কোন লাভ হয় নি। তাই বাধ্য হয়ে আমরা আজ জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলাম ও বিক্ষোভ প্রদর্শন করলাম বলে জানান কোচবিহার জেলার সিভিল ডিফেন্স কর্মীরা।
কোচবিহারে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে সিভিল ডিফেন্স কর্মীরা।

Leave a Reply