বীরভূম, সেখ ওলি মহম্মদ:- বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নতুন বাসস্ট্যাণ্ড এলাকার বাসিন্দা সেখ জামিরুদ্দিন ওরফে মনুর কন্যা আসামা বিবির মৃত্যু হয় স্বামীর অত্যাচারের জেরে। জানা যায়, গত ১৬ জুন, বৃহস্পতিবার দুপুর ২ টো ২০ মিনিট নাগাদ আসমা বিবির স্বামী গুল মহম্মদ তাঁকে ঘর বন্দি করে কোমরের বেল্ট, লাঠি দিয়ে তাঁকে মারধর করে।সেই সময় পাড়ার এক বাসিন্দা আসমা বিবির বাবার ঘরে খবর দেন। তাই ঘরের লোক ছুটে আসেন এবং তাঁকে প্রথমে দুবরাজপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। শেষমেশ মঙ্গলবার রাতে তাঁর মৃত্য হয়। গতকাল বুধবার রাত্রে আসমা বিবির মৃতদেহ নিয়ে আসা হয় দুবরাজপুরের বাড়িতে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতার বাবা সেখ জমিরউদ্দিন ওরফে মনু পুলিশ প্রশাসনের কাছে তাঁর মৃতা কন্যার দোষীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। অভিযুক্তকে দুবরাজপুর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। এদিন আসমা বিবির বাড়িতে যান দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে, উপ পৌর প্রধান মির্জা সৌকত আলী, কাউন্সিলার সাগর কুন্ডু প্রমুখ।
স্বামীর অত্যাচারে মৃত্যু হল গৃহবধূর।

Leave a Reply