এগরা পৌরসভার অন্তর্গত শিশুশিক্ষা কেন্দ্রে টাকার বিনিময়ে অবৈধ কর্মী নিয়োগের অভিযোগ।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভার ৯ নং ওয়ার্ড এর অন্তর্গত অক্লাবাদ সোরথ কুমারী শিশু শিক্ষাকেন্দ্রে নতুন appoinment হয়েছিল। ৯ নং ওয়ার্ড এর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সহ ওই ওয়ার্ডের অধিবাসীদের ক্ষোভ ওই শিশু শিক্ষাকেন্দ্রে কর্মী নিয়োগে এগরা পৌরসভার ৯নং ওয়ার্ড থেকে না নিয়ে ১৩ নং ওয়ার্ড এর দুইজন মহিলাকে অবৈধ ভাবে এই বিদ্যালয়ে কর্মী হিসেবে নিয়োগ করেছেন এগরা মিউনিসিপালিটির চেয়ারম্যান স্বপন নায়ক।
অভিযোগ দুজনের কাছ থেকে ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছে। পাশাপাশি এমনকি সরকারি কোনো নিয়ম মানা হয়নি ওই নিয়োগ প্রক্রিয়ায়।
এমনকি পেপারে advertise করা হয়নি এবং সেই ওয়ার্ডের অধিবসিকে নিয়োগ না করে অবৈধভাবে অন্য জায়গা থেকে নিয়োগ হয়েছে বলে অভিযোগ।
এই নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন এগরা শহর তৃণমূল সভাপতি উত্তম দাস।
এমনকি এই বিষয়েও তিনি দলকে জানাবেন বলে জানিয়েছেন। তিনি চাইছেন যে অবৈধ নিয়োগ হয়েছে তা বাতিল করে ওই ৯নং ওয়ার্ডের মধ্যে যোগ্য মানুষকে টাকা না নিয়ে স্বচ্ছ ভাবে নিয়োগ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *