বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফ থেকে ছয় দফা দাবি নিয়ে উত্তর পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম -কে স্মারকলিপি প্রদান করা হয়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির তরফ থেকে ছয় দফা দাবি নিয়ে উত্তর পূর্ব রেলের আলিপুরদুয়ার ডিভিশনের ডি আর এম -কে স্মারকলিপি প্রদান করা হয়। শহরের মধ্যে ট্রেনের গতি নিয়ন্ত্রণ , ঘন ঘন হুইসেল বাজানো, এলাকায় সচেতনতা মূলক প্রচার ও ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবি নিয়ে রেলের সামনে দরবার করে তৃণমূল শিক্ষক সংগঠনের সদস্যরা। সংগঠনের জেলা সভানেত্রী শর্মিষ্ঠা চক্রবর্তী জানান, বিষয়গুলো নিয়ে রেল আমাদের সঙ্গে একমত। এটি আলিপুরদুয়ার শহরের একটি জ্বলন্ত সমস্যা, আমরা চাই রেল এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নিক। আমরা লেবেল ক্রসিংয়ে নিরাপত্তা প্রদান ,বিভিন্ন ট্রেনের স্টপেজ সহ একাধিক দাবি রেখেছি। এখন দেখার রেল কত দ্রুত এই বিষয় গুলোর ওপর পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *