প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : নাবালিকা গরীব মেয়ের বাল্য বিবাহ রুখলো সাঁকরাইল ব্লক প্রশাসন।
ঘটনাটি ঘটে, হাওড়ার জেলা সাঁকরাইল ব্লকের রামচন্দ্রপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর চলতি মাসের ৬ ই জুলাই রবিবার ওই নাবালিকার বিয়ে হওয়ার কথা ছিল আমতা জয়পুরের বাসিন্দা সত্যম মাকাল (২৯) নামের এক যুবকের সঙ্গে। পরিবার সূত্রে জানা যাচ্ছে ওই নাবালিকার বয়স এখন ১৬ বছর। নাবালিকর বিয়ের কোনোভাবে খবরটি সাঁকরাইল বি ডি, যুগ্ম বিডিও রিমা মন্ডল ও নাসিরউদ্দিন সরকার পঞ্চায়েত প্রধান প্রদ্যুৎ পালের কানে যায়। এরপরই খবর যায় লিগ্যাল এড ক্লিনিক , ডি এল এস এ লিগ্যাল দফতরের আধিকারিকদের কাছে। আজকে বিডিও, যুগ্ম বিডিও ও পঞ্চায়েত প্রধানকে সঙ্গে নিয়ে বিয়ের আগেই এই অবৈধ বিয়ে বন্ধের পদক্ষেপ নেন। তাঁরা তার পরিবারের সদস্যদের থেকে ওই নাবালিকার বিয়ে ১৯ বছরের পর দেবার মুচলেকা লিখিয়ে নেন। নাবালিকার বাবা মা জানান, তাঁদের খুবই অভাবের সংসার। কোভিডের জন্য তার স্বামীর চাকরি চলে গেছে। এখন স্থানীয় একটি কাপড়ের দোকানে কাজ করেন। তার মধ্যে ভাল পাত্র পাওয়াতে তারা তাঁর বিয়ে পাকা করে দেন। নাবালিকা মেয়েটিও জানায় তাকে জোর করে বিয়ে দেওয়া হয়নি। তবে সে অঙ্গীকার করছে উনিশ বছরের পরই বিয়ে করবে। তার আগে নয়। যদিও নাবালিকার বাড়িতে থাকাকালীন বিডিও হবু বর সত্যম মাকালকে ফোন করে সতর্ক করে বলেন যদি তিনি এই নাবালিকাকে বিবাহ করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার জেল অব্ধি হতে পারে। এই গরীব পরিবার যাহাতে সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা করার প্রয়োজন। যদিও এত কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া একটি অপরাধ বলে মনে করিয়ে দেন তিনি।
সাঁকরাইলের বিডিও নাজির উদ্দিন সরকার রুখলেন বাল্যবিবাহ।

Leave a Reply