নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মালদা জেলা প্রশাসন ও হবিবপুর থানার উদ্যোগে এবং বুলবুলচন্ডী অঞ্চলে সহযোগিতায় রবিবার বিকেলে, সচেতনতা শিবির।এদিন উপস্তিত ছিলেন হবিবপুর থানার আই সি সুবীর কমর্কার,বুলবুলচন্ডী অঞ্চেল প্রধান সমির সাহা,হবিবপুর ব্লকের তৃনমুল কংগ্রেসের যুব সভাপতি সৌগত সরকার ও বিষ্টিট সমাজসেবী পীজূষ মন্ডল। এবিষয়ে হবিবপুর থানার আইসি সুবীর কর্মকার বলেন, সুস্থ সমাজ গড়তে মানুষকে নেশা থেকে দূরে থাকতে হবে সেই বার্তা নিয়ে এদিন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে আমাদের এই সচেতনতা শিবির করা হয়।সাধারণ মানুষকে সচেতন করতে হবে আমাদের নজড় রাখতে হবে কি ভাবে এই মাদক ব্যাবহার বন্ধ করাযায়।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মালদা জেলা প্রশাসন ও হবিবপুর থানার উদ্যোগে এবং বুলবুলচন্ডী অঞ্চলে সহযোগিতায় রবিবার বিকেলে, সচেতনতা শিবির।

Leave a Reply