নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- রক্তাক্ত রাস্তার পাশে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় । ঘটনাটি ঘটে নদীয়ার হরিণঘাটা থানার নগরউখড়া সিংগা -সোনাকুড় এলাকায়। স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক মহিলাকে , এর পরই খবর দেওয়া হয় থানায় । খবর পেয়ে হরিণঘাটা থানার পুলিশ এসে মহিলার দেহটি উদ্ধার করে হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও স্থানীয় মানুষের প্রাথমিক অনুমান অবৈধ প্রেমের কারণেই খুন হন এই মহিলা। পুলিশ সূত্রে জানা যায় ওই মহিলার নাম অসীমা সিং , বয়স আনুমানিক ৩০ বৎসর , বাড়ি হরিণঘাটা থানার নগরউখড়া, উত্তর চান্দা গ্রামে। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য কল্যাণী পুলিশ মর্গে পাঠান। তবে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ওখানে ফেলে যায় ? কেনই বা খুন হতে হলো ওই মহিলাকে । তা জানতে তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ ।
এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, অবৈধ প্রেমের কারণেই কি খুন ? তদন্তে পুলিশ ।

Leave a Reply