জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- বুধবার সকালেও একই অবস্থা, অবিরাম বৃষ্টিতে জ্বলমগ্ন নয়াবস্তী মোড় সহ শহরের একাধিক এলাকা।
মঙ্গলবারের পর বুধবার সকালেও জলপাইগুড়ি শহরের বহু এলাকা জ্বলমগ্ন হয়ে পরে, অবিরাম বৃষ্টিতে বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল উঠে পরে,
জলপাইগুড়ি শহরের অন্যতম ব্যাস্ত পথ নয়াবস্তী মোড় থেকে পুলিশ লাইন পর্যন্ত রাস্তাজলে থৈ থৈ।
যদিও মঙ্গলবারের তুলনায় জল কিছুটা কম বলে জানালেন স্থানীয় ব্যাবসায়ী উদয় সংকর বসাক, উদয় বাবু বলেন, এখনো বৃষ্টি হচ্ছে তাই জল বাড়ার সম্ভবনা তো থেকেই যাচ্ছে।
Leave a Reply