কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন দপ্তরের অর্থানুকুল্যে সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে সামাজিক অধিকারীতা শিবির

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-সম্প্রতি নদীয়া জেলায় বিশেষভাবে সক্ষম দের জন্য একের পর এক কর্মসূচি গ্রহণ করেছেন সাংসদ জগন্নাথ সরকার। রানাঘাট, হাঁসখালির পর এবার শান্তিপুরে দিব্যাঙ্গ দের সহায়ক সরঞ্জাম বিতরনের ব্যবস্থা করেন তিনি। আয়োজন করেছিলেন শান্তিপুর শহরের বিভিন্ন সমাজসেবীগণ । সাংসদ জগন্নাথ সরকার বলেন দীর্ঘদিন করোনায় স্বাভাবিক জনজীবন ব্যাহত ছিলো, বিশেষভাবে চাহিদাসম্পন্ন দের পরিস্থিতি আরো খারাপ। একদিকে উপার্জনের ঘাটতি অন্যদিকে কর্মহীনতা। অত্যান্ত প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম গুলির অবস্থাও খারাপ হয়ে গেছে, যা কেনার সামর্থ কোনোভাবেই জোগাড় করা সম্ভব না তাদের পক্ষে। একথা তিনি কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায়বিচার এবং ক্ষমতায়ন দপ্তরের কাছে আবেদন করে তাদের অর্থানুকুল্যে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন।
যা 2017 সালে নাম নথিভুক্তকরণ করা হয়েছিলো। এর মাধ্যমে ইতিপূর্বে 1200 মানুষকে সহযোগিতা করতে পেরেছেন, বাকি আছে আরো প্রায় একহাজার। তাই তাদের প্রেরিত সংখ্যা অনুযায়ী, এ ধরনের অনুষ্ঠান করে বিতরণ করা হয় সহায়ক সরঞ্জাম। অন্যদিকে একই সাথে চলছে নতুন নাম নথিভুক্ত করন। খুব শিঘ্রই চালু হতে চলেছে, প্রতিবন্ধী শংসাপত্র ছাড়াও বয়সজনিত কারণে বয়স্কদের দাঁত বাঁধানো চশমা বিতরণের মতো বিভিন্ন সহযোগিতা।আজ
65 জনকে ক্র্যাচ হুইলচেয়ার ট্রাইসাইকেল শ্রবণ যন্ত্র ব্লাইন্ড স্টিক এ ধরনের বিভিন্ন সহায়ক বিনামূল্যে বিতরণ করা হয়। যা পেয়ে উপকৃত অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *