পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোখের ছায়া নেমে এলো পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ১০ নম্বর কর্নগড় অঞ্চলের বাহার কলাবেরিয়া এলাকায়, জানা গিয়েছে ওই কিশোরের নাম খাদু হাঁসদা, বয়স আনুমানিক ১০ বছর, জানা গিয়েছে শুক্রবার মাঠে গরু চরাতে গিয়েছিল সে, সেখানেই দুপুর নাগাদ বজ্রপাতে মৃত্যু হয় তার, এরপর পরিবার-পরিজন খবর পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে আনা হয়েছে, পাশাপাশি খবর দেওয়া হয়েছে শালবনি থানার পুলিশকে, ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছে শালবনি থানার পুলিশ।
বাজ পড়ে এক বছর দশেকের কিশোরের মৃত্যুর ঘটনায় শোখের ছায়া শালবনির বাহারকলা বেরিয়া এলাকায়।

Leave a Reply