উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- স্কুলের বাচ্চাদের নিয়ে পথে নামলেন গ্রামবাসীরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ধনকোইল গ্রাম পঞ্চায়েতের হযরত পুর গ্রাম প্রায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে।রাজ্য সম্পাদক অসীম ঘোষ, জেলা পরিষদের সদস্যদের মোহন দেবশর্মা , প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের তপন দেবসিংহ , পঞ্চায়েত সমিতির সভাপতি দিপা সরকার, সমাজসেবী বাপ্পা সরকার, সহ অন্যান্যদের হাত ধরে পথশ্রী উদ্বোধন করা হয় এই রাস্তাটি।বিগত প্রায় দুই বছর কেটে গেলেও আজও রাস্তা তৈরি হয়নি। গ্রামের বাচ্চা যুবক মহিলা পুরুষ সবাই এই রাস্তার কারণে দিনের-পর-দিন বুকে চলছে। বাচ্চারা স্কুলে গেলে তারা বাড়িতে ঠিকমতন আসবে কিনা এটাও নিশ্চিত নয় অভিভা তার একীকরণ রাস্তা ভালো নেই প্রতিদিন কারো না কারো অ্যাক্সিডেন্ট হয়ে চলেছে। এই রাস্তাতে হাই স্কুল প্রাইমারি স্কুল অঙ্গনারী এসএসকে উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে গ্রামের মানুষের বক্তব্য এই রাস্তাটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা যে রাস্তা দিয়ে প্রায় পাঁচ হাজার লোকের যাতায়াত। কিন্ত বারবার পথ অবরোধ করে কোন সূরা বা প্রশাসনের কোনো রকম কোনো হেলদোল নেই।রাস্তা না হওয়ার কারণেও গ্রামের মানুষরা কিন্তু আগে রাস্তা তারপর দুয়ারের সরকারে স্লোগানটা ও কিছুটা হল পথ অবরোধের মধ্যে মূলত তাদের বক্তব্য ছিল। এই রাস্তা দিয়ে কালিয়াগঞ্জ থেকে কয়েকজন মাস্টারমশাই প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেন।গ্রামের বয়স্ক দের বক্তব্য তারা একবার হলেও মরার আগেই রাস্তা তৈরি করতে দেখে যেতে চান। আর গ্রামের ছোট ছোট বাচ্চাদের স্বপ্ন কবে তারা ভালো রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যেতে পারবে।
স্কুলের বাচ্চাদের নিয়ে পথে নামলেন গ্রামবাসীরা।

Leave a Reply