সুদীপ সেন, বাঁকুড়া:- ১৯৪৮ সালের ৭ই জুলাই স্বাধীন ভারতের প্রথম প্রধান মন্ত্রী জওহর লাল নেহেরু প্রতিষ্ঠা করেন ডি ভি সি বা দামোদর ভ্যালি কর্পোরেশন।
খরস্রোতা দামোদর নদে বন্যা নিয়ন্ত্রণ, সেচের সুবন্দোবস্ত এবং বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু মানুষ জন দের পুনর্বাসন এবং কর্ম সংস্থান ছিল ডিভিসি গঠনের মূল উদ্দেশ্য।
আগামী ৭ই জুলাই ডিভিসি র ৭৫ বছর পূর্তি।
দেশের জন্য ডিভিসি র অবদানের কথা আরো প্রচারের আলোয় নিয়ে আসার জন্য তাদের প্রাক্তন সহ সচিব বিশ্বজিৎ সেন ৩০ জুন চন্দ্র পুরা থেকে সাইকেল নিয়ে ভ্রমণে বেরিয়েছেন যা শেষ হবে ৭ ই জুলাই প্রতিষ্ঠা দিবসে তাদের প্রধান কার্যালয় কলকাতায়।
৪ই জুলাই বিশ্বজিৎ বাবুর প্রচার সাইকেল বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছালে বিবিসি র কর্মী ও কর্ম কর্তারা তাঁকে রাজকীয় সন্মান দেন।
বিশ্বজিৎ বাবু জানান তিনি ৬৫০ কিলোমিটার সাইকেলে ভ্রমণ করে বিবিসি র কর্মকাণ্ড প্রচার করছেন।
Leave a Reply