পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার খারুই গ্রামের ছেলের হাতে বাবা খুন ঘটনায় মৃতদেহ বাড়িতে পৌঁছালে এলাকাবাসীরা মৃতদেহ আটকায় এবং বিক্ষোভ দেখাতে থাকে, এলাকাবাসীর বক্তব্য দোষীদের যতক্ষণ না গ্রেফতার করা হয় ততক্ষণ মৃতদেহ দাহ করা যাবে না। এই দাবি তুলে মৃতদেহ বাইরে আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে পরে তমলুক থানার পুলিশ এসে বড় ছেলে এবং বড় বৌমাকে আটক করে নিয়ে যায় তমলুক থানা এবং প্রতিশ্রুতি দেয় মৃতের ছোট ছেলেকে গ্রেফতার করা হবে। এহেন প্রতিশ্রুতি পাওয়ার পর মৃতদেহ দাহ করার কাজ শুরু করে এলাকাবাসীরা। গোটা এলাকার শোখের ছায়া নেমে আসে।
তমলুকের খাড়ুইগ্রামে ছেলের হাতে বাবার খুনের ঘটনায় মৃতদের এলে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব এলাকাবাসীরা।

Leave a Reply