আবদুল হাই, বাঁকুড়াঃ রাজ্য সরকার ইতিমধ্যে ১ জুলাই থেকে সিঙ্গের ইউস ব্যবহৃত ক্যারি ব্যাগ নিষিদ্ধ ঘোষনা করেছেন। আজ বাঁকুড়া সদর মহকুমা শাসকের নেতৃত্বে বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান,উপপৌরপ্রধান সহ পৌর প্রতিনিধি ও পুলিশ প্রশাসন কে নিয়ে শহরের বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়। দোকানদারদের সচেতন করার পাশাপাশি ক্যারি ব্যাগ ব্যবহারের নিষেধাজ্ঞা করা হয়।বেশ কয়েকটি দোকান দোকান থেকে বেশকিছু ক্যরি ব্যাগ বাজেয়াপ্ত করার পাশাপাশি সুভাষ রোড এলাকার একটি দোকান ৫০০ টাকা জরিমানা করা হয়। পরবর্তী সময়ে নিয়মিত ভাবে অভিযান চালানো হবে। যারা ৭৫ মাইক্রোনের নিচে ক্যরি ব্যাগ ব্যবহার করবে সেক্ষেত্রে দোকানদের ৫০০ টাকা জরিমানা ও কোন ব্যক্তি যদি ৭৫ মাইক্রোনের নিচে ক্যরি ব্যাগ কোন কিছু নিয়ে যায় তাদের কে ৫০ টাকা ফাইন করা হবে বরে জানান সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত।
.
Leave a Reply