নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বকেয়া বেতন প্রদানের দাবিতে শুক্রবার কালচিনি চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে চা পাতা নিয়ে বসে আন্দোলনে সামিল হল কালচিনি চা শ্রমিকরা। কালচিনি চা বাগানের শ্রমিকরা জানান, গত শনিবার তাদের বেতন প্রদানের সময় ছিল কিন্ত বাগান কতৃপক্ষ তা প্রদান করেনি। শীঘ্র বেতন প্রদানের দাবিতে শুক্রবার শ্রমিকরা চা পাতা নিয়ে ফ্যাক্টরি সামনে বসে আন্দোলনে সামিল হয় । শ্রমিকদের দাবি বকেয়া ১২ দিনের বেতন শীঘ্র প্রদান করতে হবে।শ্রমিকরা জানান প্রতিবার বেতন প্রদানের সময় টালবাহানা করে বাগান কতৃপক্ষ।
বকেয়া বেতন প্রদানের দাবিতে শুক্রবার কালচিনি চা বাগানের ফ্যাক্টরি গেটের সামনে চা পাতা নিয়ে বসে আন্দোলনে সামিল হল কালচিনি চা শ্রমিকরা।

Leave a Reply