নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাত পোহালেই খুশির ঈদ। ইদের সকালে সেমাই খেয়ে ইদের নামাজে যান মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। তবে গত দুইবছর করোনার জেরে বাজারে সে রকম বিক্রি বাটা হয়নি সেমাইয়ের। ফলে খুব একটা লাভের মুখ দেখতে পারেনি সেমাই ব্যবসায়ীরা। এবছর সামান্য বৃদ্ধি পেয়েছে বিক্রি বাটা। ফলে কিছুটা হলেও লাভের মুখ দেখছেন তাঁরা। তবে দ্রব্য মূল্য বৃদ্ধির ফলে বেড়েছে সেমাই এর দাম। ফলে পরিমাণে কম কিনছেন ক্রেতারা বলে জানান ব্যবসায়ীদের।
রাত পোহালেই খুশির ঈদ।

Leave a Reply