নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর মারুতি ওয়াকাস ইউনিয়নের পরিচালনায় শনি মহারাজ ও মহাদেব বাবার বাৎসরিক পুজোর আয়োজন করা হলো। এদিন জটেশ্বর মারুতি স্ট্যান্ড এলাকায় স্থায়ী মন্দিরে পুজোর আয়োজন করা হয়। জানা গিয়েছে, এদিন নদী থেকে জল নিয়ে এসে পুজোর শুভ সূচনা করা হয়। খুব নিষ্ঠার সঙ্গে শনি মহারাজ ও মহাদেব বাবার বাৎসরিক পুজো করা হয়।
শনিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর মারুতি ওয়াকাস ইউনিয়নের পরিচালনায় শনি মহারাজ ও মহাদেব বাবার বাৎসরিক পুজোর আয়োজন করা হলো।

Leave a Reply