নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুশি বাম শরিক আর এস পি। রবিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সভায় এক সময় কার দাপুটে ছাত্র নেতা সঞ্জীব বক্সী তৃণমূল ছেড়ে পুনরায় নিজের দলে ফিরে আসেন। এদিন দলের কেন্দ্রীয় নেতৃত্বের হাত ধরে দলে যোগদান করেন তিনি।সঞ্জীব বক্সীকে এদিন স্বাগত জানায় দলীয় নেতৃত্ব।সঞ্জীব ঘরে ফেরায় খুশি দল।
ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুশি বাম শরিক আর এস পি।

Leave a Reply