ডাক্তার দেখাতে গিয়ে নিখোঁজ কোতুলপুর থানার কারকবেড়িয়া গ্রামের বাসিন্দা ২২ বছরের অমিত দাস।

আবদুল হাই, বাঁকুড়াঃ- ৭/৭/২০২২ তারিখে বর্ধমানের ডাক্তার দেখাতে গিয়ে হাত ছিটকে চলে যায় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও অমিতের সন্ধান পাওয়া যায়নি আমিত এর পরিবারের লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও না পেয়ে অবশেষে বর্ধমান থানা খন্ডঘোষ এবং কোতুলপুর থানাতে বিষয়টি জানিয়েছেন। পরিবারের লোকের কাতর আবেদন সমস্ত স্তরের মানুষকে হাত জোড় করে আবেদন জানাচ্ছেন আমার সন্তানকে খুঁজে এনে দাও জানা যায় অমিত মানসিক রোগী। হারিয়ে যাওয়ার সময় অমিতের পরনে ছিল সবুজ গেঞ্জি এবং সাদাকালো খোপ খোপ বারমুন্ডা ডানহাতে লেখা অমিত। অমিতকে খুঁজে পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন অমিতের পরিবার তার পাশাপাশি সংবাদ মাধ্যমের এবং পুলিশের দ্বারস্থ হয়েছে পরিবার বিভিন্ন এলাকায় ছবি এবং মোবাইল নাম্বার দেওয়া পোস্টার লাগানো হয়েছে যদি কোন সহৃদয় ব্যক্তি অমিতের সন্ধান পায় তাহলে ফোন করে যেন জানান । ফোন নাম্বার ৭৮৭২ ৮০৬৩০০ এবং ৬২৯৭ ০ ৬৩৪৫ আসুন আমরা সংবাদমাধ্যমের কর্মীরা অমিতকে তার পিতা-মাতা এবং স্ত্রীর হাতে ফিরিয়ে দিতে পারি কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *