নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- গত কয়েক দিন থেকে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে চলছে গরমের প্রকোপ। এতে একদিকে যেমন স্বাভাবিক জনজীবন থমকে গিয়েছে অনেকটাই পাশাপাশি বন্যপ্রাণের মধ্যেও বেড়েছে অস্থিরতা। দীর্ঘ দিন বৃষ্টি না হওয়ায় জঙ্গলের মধ্যে থাকা প্রাকৃতিক নালা, ছোটো জলাশয় গুলো শুখিয়ে যাচ্ছে।
অথচ গজরাজের পরিবারের সদস্য সংখ্যা নেহাত কম নয়।
জঙ্গল থেকে মুখ বার করলেই পরতে হচ্ছে সূর্যের তাপের কবলে। তাবলে জল ছাড়া কি করে চলে এত বড় পরিবারের। রবিবার বিকেলে চড়া রোদ উপেক্ষা করেই জলপাইগুড়ির চাপড়ামারী জঙ্গলের খুনীয়া এলাকায় দলবল নিয়ে জল এবং একটু খাবারের সন্ধানে ছুটোছুটি করতে দেখা গেলো গজরাজ পরিবারকে। আর নিমেষেই সেই দৃশ্য ভাইরাল হলো পথ চলতি জনতার মোবাইল ফোনের মাধ্যমে।
উত্তরে চলা দাবদাহে জঙ্গলে এপার ওপার ছুটোছুটি বন্যপ্রাণের, ভাইরাল হলো সেই দৃশ্য।

Leave a Reply