পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে গ্রামের মূল রাস্তা বেহাল,চলাচলের ক্ষেত্রেই অযোগ্য হয়ে পড়েছে রাস্তাঘাট, যখন তখন দুর্ঘটনা ঘটছে এই বেহাল রাস্তার কারণে, পাশাপাশি দুটি কাঠের সেতু ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে বহুদিন ধরে, আর তাতে যাতায়াত করতে সাধারণ মানুষসহ এলাকার ছাত্র-ছাত্রীদের, বিদ্যালয়ে যাওয়ার পথে বা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ছে এলাকার খুদে পড়ুয়ারা, অবশেষে পাকা রাস্তা নির্মাণ এবং দুটি কাঠের সেতু পাকাপোক্ত করার দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় মানুষজন,এমনই এক ঘটনা ঘটলো পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দু নম্বর ব্লকের খার গ্রাম পঞ্চায়েত এলাকায়, এলাকাবাসীদের অভিযোগ ভোট আসার সময় নানান প্রতিশ্রুতি দেন রাজনৈতিক নেতারা, কিন্তু ভোট পেরিয়ে গেলে সেই প্রতিশ্রুতি পালন করা তো দূরের কথা তাদের টিকিও শুদ্ধ খুঁজে পাওয়া যায় না এমনটাই অভিযোগ স্থানীয় মানুষজনের, আর এই সমস্যার মধ্যেই কাটাতে হয় সাধারণ মানুষকে, স্থানীয় মানুষদের অভিযোগ এই রাস্তা এবং ওই দুটি কাঠের পোলের উপর দিয়েই যাতায়াত করে সাধারণ মানুষ সহ এলাকার ছাত্র-ছাত্রীরা, কাঠের পোল দুটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকার কারণে মাঝেমধ্যেই আহত হয় ছাত্রছাত্রীরা, আর আজকেই এই ধরনের ঘটনা ঘটায় ক্ষিপ্ত হয় সাধারণ মানুষ, পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে তাকে তারা, তাদের বক্তব্য প্রশাসনের আধিকারিকরা এসে সমগ্র পরিস্থিতি খতিয়ে দেখার পর তারা এই অবরোধ তুলবে, আর এই অবরোধের ফলে সমস্যায় পড়েছে শিক্ষকরাও, তারা যেতে পারছেন না বিদ্যালয়ে, তবে তারাও গ্রামবাসীদের সঙ্গে সহমত, ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।
দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল,সমস্যায় এলাকার মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রীরা,পাশাপাশি ভগ্ন প্রায় হয়ে পড়ে রয়েছে দুটি কাঠের সেতু,পাকা রাস্তা ও সেতুর দাবি নিয়ে রাস্তা অবরোধ স্থানীয়দের।

Leave a Reply