হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামে দেওয়াল লিখন শুরু করলো যুব তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- কোভিড অতিমারির কারণে গত দু’ বছর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের ২১ জুলাইয়ের অনুষ্ঠান।এবছর সংক্রমণের হার কিছুটা কমে আসায় তৃণমূলের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে ২১ জুলায়ের সমাবেশ কলকাতার ধর্মতলাতে বড় আকারের করার। ওই সমাবেশ অনুষ্ঠান সফল করতে তৃণমূল রাজ্য নেতৃত্বের তরফ থেকে একাধিক নির্দেশ সমস্ত জেলা, ব্লক এবং পঞ্চায়েত নেতৃত্বের কাছে নির্দেশ পৌঁছেছে।
তাই সোমবার দিন মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের নেত্রী চন্দনা সকারের নির্দেশে হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামে দেওয়াল লিখন শুরু করলো যুব তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা।

উল্লেখ্য গত দু’বছর যাবৎ ভার্চুয়ালি এই দিনটি পালনের পাশাপাশি হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের ইলাম গ্রামে উদ্যোগে ইলাম গ্রামবাসীদের নিয়ে কোলকাতার আদলে ১৩ জন শহীদের স্মরণে একুশে জুলাই শহীদ দিবস পালন করেছিলেন।
উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জুবের আলী,ইলাম গ্রামের বুথ সভাপতি আমিনুল হক, আমান আলি সহ বিশিষ্টজনেরা।

হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মহম্মদ জুবের আলী জানান
এবছর ২১ জুলাই শহিদ দিবস পালনে ধর্মতলা চলো ডাক দিয়ে দেওয়াল লিখনের মধ্যে দিয়ে প্রচার শুরু হল।এলাকা জুড়ে এই প্রচার চলবে। পাশাপাশি ব্লক ও বুথেও বৈঠক করে দলীয় কর্মী থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *