নিজস্ব সংবাদদাতা, মালদা: – বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়। বোমার আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ব্যক্তির নাম আতাউর সেখ বয়স(৫৩)বছর। পেশায় একজন টোটো চালক। পরিবারই রয়েছে স্ত্রী রফিলা বিবি তিন মেয়ে ও পাঁচ ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল এলাকায় সন্ধ্যা থেকেই ঈদ উপলক্ষে প্রতিযোগিতামূলক খেলা চলছিল। সেই খেলাকে কেন্দ্র করেই আতিউর সেখের ভাইপো সেরাজ সেখ কে মারধর করার অভিযোগ উঠে অভিযুক্ত সুলতান শেখ কালু শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই গন্ডগোল কে কেন্দ্র করেই এলাকায় চলে ব্যাপক বোমাবাজি। বোমাবাজির সময় আতিউর শেখ নিজের বাড়ির ছাদে ঘুমাচ্ছিলেন। বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন। পরিবারের দাবি সময় এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ টি বোমা ফাটানো হয় সেই গন্ডগোল কে কেন্দ্র করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে গতকাল রাতেই দুইজনকে কালিয়াচক থানার পুলিশ আটক করে। ঘটনার পর থেকেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনায় অভিযুক্তদের বাড়ি থেকে ব্যাপক আকারে বোম উদ্ধার করেছে পুলিশ।
বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়।

Leave a Reply