নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- চাকদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডির চার প্রতিনিধি দল ৷ আজ সকাল ১১টা নাগাদ চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে এসে পৌঁছায় তারা ৷ শুধুমাত্র মারফত জানা যাচ্ছে যে বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ, অনুসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ করে তারা৷ কল্যাণী এমসে অসাধু উপায়ে বিধায়কের প্রভাব খাটিয়ে পুত্রবধূকে নিয়োগ করার অভিযোগ চাকদার বিধায়কের বিরুদ্ধে ৷ আর তার তদন্তে আজ বিধায়কের বাড়িতে পৌঁছালো সিআইডির চার প্রতিনিধি দল৷
কল্যাণী এইমসে দুর্নীতির অভিযোগের তদন্তে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে সিআইডি।

Leave a Reply