সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম ইন্দ্রজিত মাহাতো(২৪)। ঘটনাটি ঘটেছে বা বুধবার সকালে বাসন্তী থানার অন্তর্গত চুনাখালি গ্রাম পঞ্চায়েতের বড়িয়া স্কুল ও চড়পাড়া এলাকায়।স্থানীয় সুত্রে জানা গেছে মঙ্গলবার রাত নটার পর আচমকা ওই যুবক নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন তার কোন খোঁজখবর না পেয়ে হতাশ হয়ে পড়েন। বুধবার ভোরের আলো ফুটতেই গ্রামের মানুষজন ওই যুবকের বাড়ির অদূরে একটি তেঁতুল গাছে হাত,পা বাঁধা অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখে। তারাই ওই যুবকের পরিবার ও বাসন্তী থানার পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।এলাকার বাসিন্দাদের দাবী ইন্দ্রজিত কে খুন করে হাত,পা বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রায় কুড়ি ফুট উঁচু তেঁতুল গাছে হাত পা বাঁধা অবস্থায় কি ভাবে আত্মহত্যা করতে পারে এ ব্যাপারের সন্দেহের ধোঁয়াশা তৈরী হয়েছে।
মৃত যুবকের পরিবারের দাবী ‘তাদের ছেলেকে খুন করে হাত বা বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে,পুলিশ সঠিক তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তি দিক। তাহলে ইন্দ্রজিতের আত্মা শান্তি পাবে।’
স্থানীয় সমাজসেবী তথা শিক্ষারত্ন প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক নিমাই মালি জানিয়েছেন ‘ইন্দ্রজিত ছাত্র হিসাবে খুব ভালো ছিলো। এলাকার সাধারণ মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়তো। তার এমন ভাবে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হয়।’
হাত,পা বাঁধা ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার,খুনের অভিযোগ পরিবারের,এলাকায় চাঞ্চল্য।

Leave a Reply