ডিভিসি কতৃপক্ষের নির্ভর না করে খানাখন্দ এবং সেতুর দু ধারে জমে থাকা বালি সাফাই এ তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

আবদুল হাই, বাঁকুড়াঃ উত্তর বাঁকুড়ার সাথে পশ্চিম বর্ধমানের যোগাযোগের একমাত্র অবলম্বন মেজিয়া সেতু। মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন তার নিজের পণ্য পরিবহনের সুবিধার্থে প্রায় কুড়ি বছর আগে এই সেতু নির্মাণ করে। সেই সেতু বর্তমানে জরাজীর্ণ হতে চলেছে। রাস্তা দু’ধারে বালি জমে রাস্তা হয়ে পড়েছিল সংকীর্ণ। এছাড়াও এই সেতুর বেশি অংশই খানাখন্দে পরিণত হয়েছে। অভিযোগ তাতেও হেলদোল নেই ডিভিসি কর্তৃপক্ষের। এবার ডিভিসি কর্তৃপক্ষের উপর নির্ভরশীল না হয়ে সেই খানাখন্দ এবং সেতু দু ধারে জমে থাকা বালি সাফায় উদ্যোগী হল মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেস। ব্যবস্থাপনায় মেজিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ইন্দ্রজিৎ রায়। পথ চলতি মানুষ জনেদের যাতায়াতের সুবিধার্থে বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা একত্রিত হয়ে সাফায় অভিযানের নামে। উপস্থিত ছিলেন ব্লকের আরেক সহ-সভাপতি বিশ্বজিৎ গোপ, কালিদাসপুর কয়লা খাদান শ্রমিক কংগ্রেসের সাধারণ সম্পাদক রাম নিয়ন্ত্রণ আচার্য প্রমূখ। তৃণমূল নেতৃত্বেই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *