পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- আবাস যোজনায় BJP পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে,তারই প্রতিবাদে এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লক BDO অফিসে সামনে বিক্ষোভ করে স্মারকলিপি প্রদান করল বিজেপি পঞ্চায়েত সদস্য সহ বিজেপি নেতাকর্মীরা, প্রসঙ্গত ব্লকের ৬ নম্বর অঞ্চলের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ছোট ডাবচার এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্য তাপস বাগের বিরুদ্ধে অভিযোগ ওঠে এলাকারই এক ব্যক্তির আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা জোরপূর্বক হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে,সেই অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের দাবি নিয়ে এই দিন বিডিও অফিসে স্মারকলিপি প্রদান করেন ওই পঞ্চায়েত সদস্য সহ বিজেপি নেতাকর্মীরা।
BJP পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে ওটা অভিযোগ পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে গড়বেতা ৩ নম্বর BDO অফিসে স্মারকলিপি প্রদান।

Leave a Reply