দীর্ঘদিন ধরে পান রয়েছে পানীয় জলের সমস্যা,পানীয় জল নিয়ে দুই পাড়ার মধ্যে বিবাদ শুরু হয় হাতাহাতি, চাঞ্চল্য হলদিয়ার দেভোগ গ্রামে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে চলছে পানীয় জলের সমস্যা, পানীয় জল নিয়ে দুই গ্রামের মধ্যে বচসা ও হাতাহাতি, পাশাপাশি অঞ্চল প্রধান যুক্ত দুর্নীতির সঙ্গে অভিযোগ গ্রামবাসীদের, ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা, পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার কিসমৎ শিবরাম নগর দেভোগ অঞ্চলের ২৫৩ নম্বর বুথের পানীয় জলের সমস্যা বহুদিন ধরে,গ্রামবাসীদের অভিযোগ অঞ্চল প্রধান ৪০ বছর ধরে একটি স্কুল রয়েছে সেখানে স্কুলের সামনে কল না বসিয়ে অন্যত্র যেখানে আগের থেকেই জলের বন্দোবস্ত রয়েছে সেখানে বসায়।এই নিয়ে ২ পাড়ার মধ্যে কোন্দল লাগে।পরে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।এক পক্ষের অভিযোগ তারা জল পায়না,যে টিউবঅয়েল রয়েছে তার জল গত ফেব্রুয়ারি থেকে পানের অযোগ্য।তাদের পাড়ায় একটি আইসিডি এসয়ের একটি স্কুল ও রয়েছে।তাদের জন্যে অনেক দূর থেকে জল আনতে হয় ,এমনকি প্রধানের বাড়ি থেকে জল আনতে হয়।সেখানে সবসময জল ও পাওয়া যায় না।সেই জায়গায় স্কুল চালুও হয়নি তবুও নতুন কল বসানো হচ্ছে সেই জায়গায়।অন্য পক্ষ অভিযোগ করেন তারা কোনো ভাবে বাধা দেয়না জল আমার জন্যে। এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধান জানান দেভোগ্ অঞ্চল অনেক বড় আস্তে আস্তে কাজ চলছে,একসাথে সরকার থেকে সব টাকা পাওয়া যায়না।তাই অপেক্ষা করতে হবে।তার পূর্বে যাতে অসুবিধা না হয়,সেই জন্যে অন্যত্র সাব মার্সিবেল থেকে জলের ব্যাবস্থা করা হয়েছে।বিজেপি পক্ষ থেকে বলা হয় তৃণমূল সরকার চরম দুর্নীতিগ্রস্থ,যদি অঞ্চল প্রধান জলের সমস্যার সমাধান না করেন তবে তারা বৃহত্তর আন্দোলন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *