নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এটিএম জালিয়াতি করতে গিয়ে হাতেনাতে ধরা পরল শুভেন্দ্রনাথ বাগচী নামে এক ব্যক্তি। তার নামে অভিযোগ এটিএম এ টাকা তুলতে আসা এক ব্যক্তির এটিএম কার্ড নিয়ে সে ফেরত দেয় অন্য এক এটিএম কার্ড। সেই ব্যক্তি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তিকে ধাওয়া করে ধরে ফেলে। তারপর দেখা যায় তার কাছে 35 টার উপর বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড পাওয়া যায়। যদিও অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তিনি ভুল করে ফেলে যাওয়া এটিএম কার্ড গুলি সংগ্রহ করে রাখে। যদিও একথা মানতে নারাজ স্থানীয় এবং পথ চলতি লোকেরা। তৎক্ষণাৎ স্থানীয় লোকেরা অভিযুক্ত ব্যক্তিকে ঘিরে রাখে এবং কোতোয়ালি থানায় খবর পৌঁছানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে।
বিভিন্ন ব্যাংকের পঁয়ত্রিশটি এটিএম কার্ডসহ জালিয়াতির অভিযোগে ধৃত নদীয়ার কৃষ্ণনগরে এক যুবক।

Leave a Reply