বিধায়কের মানবিক উদ্যোগ।

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার অন্তর্গত মৌখালি গ্রাম। গ্রামেরই বাসিন্দা হাকিম মোল্লা। রবিবার সকালে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।এমন খবর পৌছায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কানে।তিনি রবিবার রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে হাজীর হন।খবর পেয়ে চলে আসেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।তাঁরা অসুস্থ হাকিম মোল্লার পরিবারের সাথে কথা বলেন।কথা বলেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সাথেও।অসুস্থ হাকিম মোল্লা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন,তারজন্য দুই বিধায়ক তৎপরতার সাথে পদক্ষেপ গ্রহণ করেন।ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকদের সাথে পরামর্শ করে ভালো চিকিৎসার জন্য কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন।
আচমকা রবিবার রাতে সাধারণ মানুষের পাশে দুই বিধায়ক কে দেখে স্তম্ভিত হয়ে যায় ক্যানিং হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাদের পরিবার পরিজনেরা।বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন ‘সাধারণ মানুষ আমাদের কে ভোট দিয়ে বিধায়ক নির্বাচিত করেছেন।রাত হোক কিংবা দিন হোক,মানুষের সুখ দুঃখে আমরা সর্বদাই সাথে রয়েছি।আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত,মানুষের পাশে থাকাটাই কর্তব্য।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *